বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘সিটি ব্যাংক লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ন্যাশনাল সেলস অ্যাসেস্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার/ অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে।
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিটেইল ব্যাংকিং অ্যাসেট প্রডাক্ট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Company Information
The City Bank Limited Address : City Bank Center, Avenue 136 (Level 4), Gulshan 2, Dhaka. Web : www.thecitybank.com
From 1983 till date, City Bank has been a case study in evolution, having transformed over time from a traditional organization to a critically acclaimed multi-faceted institution that embraces global best practices and chooses to be at the forefront of technological initiatives. Unlike many, the Bank’s criteria for success are not only the bottom-line numbers but also the milestones set towards becoming the most complete bank in the country.