অফিসার পদে শেলটেকে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত
শেলটেক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইনভেনটরি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
Sheltech (Pvt.) Ltd. is one of Bangladesh’s pioneers in the Real Estate and Housing Industry. It was established in 1988, with a simple but heartfelt pledge to provide quality homes for the residents of Dhaka city. Now 34 years later, Sheltech has constructed over 3800 units (Residential & Commercial) all around Dhaka and has become a symbol of excellence in real estate.
পদের নাম : অফিসার/ সিনিয়র অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যেভাবে : যেকোনো বিষয়ে স্নাতক পাস। ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের বয়সসীমা ২৫-২৯ বছরের মধ্যে। এমআরএফ, এমআরআর, লিগার মেইনটেইন, পিটি ক্যাশ হ্যান্ডল বিষয়ে জানাশোনা থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল করেসপন্ডেন্স বিষয়ে জানাশোনা থাকতে হবে।
কাজের ভালো পরিবেশ, করপোরেট ট্রেইনিংয়ের সুযোগ পাবেন।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে সিভি পাঠাতে হবে career@sheltech-bd.com এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর, ২০২২