অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, বেতন ২৬০০০
আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।
Abul Khair Group is a diversified Bangladeshi conglomerate based in Dhaka. Abul Kashem is the chairperson and Abul Hashem is the managing director of the Abul Khair Group. Abu Syed Chowdhury is the deputy managing director and Shah Shafiqul Islam is the group director. All four are sons of Abul Khair.
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান বিষয়ে পাস করতে হবে।
পদ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রার্থীর বয়সসীমা ২৪-৩২ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীরা শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন।
এফএমসিজি সেলস বা অন্যান্য প্রোডাক্ট সেলসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া চটপটে, উপস্থাপনায় দক্ষতা ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে। সরাসরি উপস্থিত হতে হবে আবুল খায়ের গ্রুপ, নাভানা এফ এস কসমো, বাড়ি: ৪/বি (২য় তলা), রোড: ৯৪, গুলশান- ২, ঢাকা- ১২১২- এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ২৬ নভেম্বর, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২২০০০-২৬০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Abul Khair Group was founded in 1953 as a maker of Beedi, hand rolled cigarettes.[4]
Abul Khair Tobacco Company Limited offered free gifts with their cigarettes in 2009. This violated Narcotics Control Act, 2005 which prohibits the advertising and promotion of tobacco products.[5]