ইউএস-বাংলা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রেসিডেনসিয়াল ও কমার্শায়িাল প্রজেক্ট ডিজাইন করার জন্য লোকবল খুঁজছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : আর্কিটেক্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বুয়েট বা কুয়েট থেকে আর্কিটেকচার বিষয়ে কমপক্ষে স্নাতক পাস করতে হবে।
প্রার্থীর বয়সসীমা ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের জাতীয় বিল্ডিং কোড ও রাজুক ইমারত নির্মাণ বিধিমালা সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩০,০০০-৫০,০০০ টাকা। সঙ্গে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা বছরে দুইবার
প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৯ ফেব্রুয়ারি, ২০২৩
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Company Information
US-Bangla Group Address : House # 77, Sohrawardi Avenue, Baridhara Diplomatic Zone, Dhaka-1212. Web : www.us-bangla.com Business : Group of Companies (Airlines, Real Estate, Education, Medical, Leather Products, Electronics, Fashion, Courier/Air Express, Food Products, Media)