অভিজ্ঞতা ছাড়াই আন্তর্জাতিক এনজিওতে চাকরির সুযোগ
এসওএস চিলড্রেন’স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অভিজ্ঞতা ছাড়াই লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ালফেয়ার, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিলেশনশিপ বিষয়ে স্নাতকোত্তর পাস।
তবে কোনো পাবলিক পরীক্ষায় সেকেন্ড ক্লাসের নীচে থাকলে গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। ইংরেজিতে রিপোর্ট রাইটিং ও উপস্থানার কৌশল জানতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। দীর্ঘদিন কাজ করার আগ্রহ থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর চট্টগ্রামের যেকেনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বতেন ১৮০০০। এছাড়াও উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুয়েটি, চিলড্রেন’স এডুকেশন অ্যালায়েন্স, গ্রুপ ইন্সুরেন্স প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ অক্টোবর, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

SOS Children’s Villages focus that every child should have a loving home and an equal chance to succeed in life. We provide holistic assistance to families who are living below the poverty line to prevent family breakdown including separation of the child from family.
We have been active in Bangladesh for 49 years with 6 Children’s Villages located in Dhaka, Rajshahi, Khulna, Chattogram, Bogura and Sylhet.