অভিজ্ঞতা ছাড়াই এনজিওতে চাকরি, বেতন ২৪০০০
হিড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের হিসাবরক্ষণ শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখান।
পদের নাম : শাখা হিসাব রক্ষক। পদের সংখ্যা : ১০টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী কমার্স হতে হবে। কম্পিউটার দক্ষতা আবশ্যক। সময়নিষ্ঠ, সৃষ্টিশীল, পরিশ্রমী হতে হবে।
পিকেএসএফ পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচির হিসাব পরিচালনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাকাউন্ট / মাইক্রোফিন্যান্স সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২২০০০-২৪০০০ টাকা পর্যন্ত। ছয় মাস প্রবেশনারি সময় হবে। প্রবেশনারি সময়কালীন মোবাইল বিল, লাঞ্চ ভাতা, যাতায়াত ভাতা পাবেন।
প্রবেশনারি শেষে উৎসব বোনাস, পিএফ, গ্র্যাচুইটি, ছুটির ভাতা, মোবাইল বিল, দুপুরের খাবার ভাতা, যাতায়াত, ইনসেন্টিভ, চিকিৎসা তহবিল, আনুষঙ্গিক বীমা সুবিধা, সার্টিফিকেট সহ দীর্ঘ মেয়াদী সেবা সুবিধা, অক্ষমতা সুবিধা (বিধি মোতাবেক) প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২ আগস্ট, ২০২২
Company Information
HEED Bangladesh Address : মেইন রোড, প্লট – ১৯, সেকশন – ১১, ব্লক – এ, মিরপুর, ঢাকা – ১২১৬ Web : www.heed-bangladesh.com Business : HEED Bangladesh (Health, Education and Economic Development) is anon-profit, non-political and non-governmental organization (NGO) committed to participate and promote national development through upgrading the socio-economic condition of the disadvantaged and underprivileged people in the society. The organization, as a national non-governmental organization (NGO), was formed in 1974, by national leaders and several western partner organizations in response to the post war needs in Bangladesh. Since 1974, HEED Bangladesh has been working in the fields of Health, Reproductive Health , Nutrition,Education, Agriculture, Aquaculture, livestock, Forestry, Environment & natural resource management, bio-diversity conservation, disaster management, socio-economic development of marginalized and under privileged people, micro finance, nutrition & Hygiene education, water and sanitation, HIV/AIDS, rural development, awareness raising, arsenic, women, street children, etc.