| |

অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিজনেস রিলেশনশিপ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকটি তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সমৃদ্ধ করতে জনবল বৃদ্ধি করতে চাচ্ছে। ফলে এনার্জেটিক ও পরিশ্রমী কর্মী খুঁজছে।

পদের নাম : বিজনেস রিলেশনশিপ অফিসার। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের স্নাতক পাস। একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে রিটেইল ব্যাংকিং সম্পর্কে কাজেরর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ইন্টারপারসনাল স্কিল, নেগশিয়েমন ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজে ইচ্ছা থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৯ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করা যাবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। মোটরসাইকেল কেনার জন্য লোন দেওয়া হবে সুবিধাজনক সুদে। মোবাইল বিল, লোকাল কনভিনিয়েন্সসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Company Information

ব্র্যাক-ব্যাংক

BRAC Bank LimitedBusiness : BRAC Bank Limited, pioneer in SME Banking, delivers a full array of banking services to individuals as well as business entities. With a network of 184 Branches, over 460 ATMs, 448 SME Unit Offices and 229 remittance delivery points, the Bank has unmatched reach to provide a comprehensive range of solutions to serve millions.

Similar Posts