অ্যাকশনএইডে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত
অ্যাকশনএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আইসিটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসোসিয়েট অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এ ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয় পাস করতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হার্ডওয়্যার সফটওয়্যার ইন্সটলেশন, কনফিগারেশন, অপারেটিং সিস্টেম, সিসিটিভি, আইপি ক্যামেরা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে কাজ করতে আগ্রহ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

This position assists all staff of Cox’s Bazar office, Teknaf office, and camp office with technical support of Desktops and Laptops computers, Applications, Networks, Web-based Applications, MIS, ERP, Internet, and related technology. Support includes any IT (Information Technology) hardware installation and testing of computer systems and peripherals within established standards and guidelines. Activities require interaction with application software and operating systems to diagnose and resolve unique, non-recurring problems. The position utilizes one-to-one support to end-users and AAB (ActionAid Bangladesh) Cox’s Bazar Network. The employee in this position also assists in the maintenance and testing of network, printers, network printers, wireless connectivity (Access Point), and associated equipment of Action Aid Bangladesh IT. The position’s responsibilities require independent analyses, communication, and problem-solving.