আইপিডিসি ফাইন্যান্সে মোটা বেতনে চাকরির সুযোগ
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিলেশনশিপ ম্যানেজার নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : রিলেশনশিপ ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ব্যাংক ও লিজিং বিষয়ে ধারণা থাকতে হবে।
প্রার্থীদের সেলস টার্গেট, ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কাজে পারদর্শী হতে হবে। বিভিন্ন ধরনের ডকুমেন্ট ও অফার লেটার ও রেট রিভিশন লেটারের কাজে দক্ষতা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি ও ইন্সুরেন্স প্রদান করা হবে।
বার্ষিক বেতন পর্যালোচনার সুযোগ সহ বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৬ জানুয়ারি, ২০২২
Company Information

IPDC Finance LimitedAddress : Hosna Center (4th Floor), 106 Gulshan Avenue, Dhaka – 1212Web : www.ipdcbd.comBusiness : IPDC Finance Ltd. is the first private sector financial institution of Bangladesh established in 1981. IPDC is credited with being the most innovative financial institution of the country partnering in many landmark projects as well as introducing many financial products which were first of its kind in the country. Today, IPDC is a diversified financial institution catering to Corporate, SMEs and Retail market segments.