আকর্ষণীয় বেতনে পেপসিতে চাকরির সুযোগ, থাকছে অনেক সুবিধা
ট্রান্সকম বেভারিজের অধীনে পেপসি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ডায়নামিক ও যোগ্য কর্মী খুঁজছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র সেলস এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বিবিএ/এমবিএ পাস। তবে সেলস সংক্রান্ত কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া ফুড প্যাকেজিং, বেভারিজ বিজনেস, ম্যানুফেকচারিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীর হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
ড্রাইভেন, বিশ্লেষণ করার সক্ষমতা, নেগশিয়েশন করার সক্ষমতা ও দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর, ২০২২

Transcom Beverages Limited, the franchisee of PepsiCo International, USA for Bangladesh, is looking for dynamic and competent personnel to fill the following postition. The company provides competitive remuneration, excellent job environment with career growth.