আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশে কয়েকটি পদে গবেষক ও বিশেষজ্ঞদের নিয়োগ দেবে ধান গবেষণা ইনস্টিটিউট। যেসব পদের সঙ্গে আপনার একাডেমিক যোগ্যতা এবং অভিজ্ঞতার মিল থাকলে আবেদন করতে পারেন।

যেসব পদে নিয়োগ:

*অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট (ব্রিডিং)
*অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট (গ্রেন কোয়ালিটি)
*অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট (স্যোশিও ইকোনমিক মার্কেট অ্যান্ড জেন্ডার রিসার্চ)
*স্পেশালিস্ট (মনিটরিং, ইভ্যালিউশন অ্যান্ড কমিউনিকেশন)।


পদগুলোতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা, শূন্য পদেরসংখ্যা, বেতন সীমা, শিক্ষাগত প্রয়োজনীয়তা

https://www.irri.org/jobs তে জানা যাবে।