আরডিআরএস বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। প্রতিষ্ঠানটি তাদের সোশিও ইকোনমিক এমপাওয়ারমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
RDRS Bangladesh is implementing “Socio Economic Empowerment with Dignity and Sustainability (SEEDS) Project” in Badarganj, Mithapukur and Pirganj upazila under Rangpur district supported by Stromme Foundation.
পদের নাম : ফিল্ড ফ্যাসিলেটর। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স বা সমমান বিষয়ে স্নাতক পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। রংপুর জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।
মাসিক বেতন : ১৯৬৩৫ টাকা। এ ছাড়াও উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৪ অক্টোবর, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Company Information
RDRS Bangladesh Address : RDRS Bangladesh, House no.43, Road no. 10, Sector 6, Uttara, Dhaka Web : www.rdrsbangladesh.org Business : RDRS Bangladesh is a national humanitarian and development organization works for rural development by empowering the rural poor in northwest Bangladesh. RDRS was formally established as the Bangladesh field program of the Geneva-based Lutheran World Federation/Department for World Service (LWF/DWS) on 8 February 1972. Its development aim is to achieve sustainable increases in their living standards. With this aim, RDRS enables those who participate in its program to gain the necessary skills, understanding, confidence, institutions and services; and ensure that the rural communities have the necessary economic, social and environmental resources. RDRS employees approximate 3,700 staff and works with a further approximately 1,000 volunteers and daily paid workers. The vast majority of staff are in field positions, with specialist sectoral and support units in Rangpur and Dhaka.