আরডিআরএস বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ক্ষুদ্রঋণ সংগঠক। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের কাজে দক্ষতা থাকতে হবে।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, ক্ষুদ্রঋণ প্রদান, ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়ের সিদ্ধহস্ত হতে হবে। কম্পিউটার জানা ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
মাসিক বেতন : শিক্ষানবিশকালে প্রতিমাসে ১৮০০০ টাকা প্রদান করা হবে। ৬ মাসের শিক্ষানবিশকাল শেষে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ সেপ্টেম্বর, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র মানবসম্পদ সমন্বয়কারী, আরডিআরএস বাংলাদেশ, জেল রোড, রাধাবল্লভ, রংপুর এই ঠিকানায় পাঠাতে হবে।

RDRS was established as the Bangladesh field programme of the Geneva-based Lutheran World Federation/Department for World Service (LWF/DWS) in February 1972 to provide relief, rehabilitation, and development assistance to the war-affected people in northwest Bangladesh. In 1997, RDRS was transformed into an autonomous, national development and humanitarian NGO and is governed by a Board of Trustees. In the course of its journey, RDRS has become a household name in the region and one of the leading development organisations in Bangladesh.