বাণিজ্যিক ব্যাংক ‘এনআরবি ব্যাংক লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইসলামিক ডিভিশনের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
NRB Bank Limited one of the 4th generation commercial banks in the country aims to be the preferred provider of targeted financial services as a conduit for investment to and from Bangladesh for Bangladeshi communities both domestically and internationally, to accelerate the industrialization of Bangladesh.
পদের নাম : মুরাকিব, ইসলামিক ব্যাংকিং ডিভিশন। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৪৫ বছরের মধ্যে হতে হবে। কোরআন, হাদিস, ফিকাহ, উসুলে ফিকাহ, ইসলামিক ইকোনমিকস, জেনারেল ব্যাংকিং বিষয়ে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলা, আরবি এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ব্যাংকিং খাতের অডিট সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। শরিয়া ভিত্তিক অডিট ও আইন সংশ্লিষ্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২২ অক্টোবর, ২০২২

Company Information
NRB Bank Ltd. Address : Corporate Head Office, Uday Sanz, Block: SE (A), Plot: 2/B, Road: 134, South Avenue, Gulshan – 1, Dhaka-1212. Web : http://www.nrbbankbd.com/