ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ, বেতন আলোচনা সাপেক্ষে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ন্যাশনাল ব্যাংক লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ইসলামিক ব্যাংকিং শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
National Bank Limited, a leading first generation innovative and vision driven private sector Commercial Bank is dedicated to be a part of the development of the country`s economy through extensive network of 219 Branches & 33 Sub-branches all over the country and extensive overseas operations around the globe with excellent working environment, invites application from dynamic, proactive, self-motivated, talented and experienced professional with proven record of accomplishments with excellent academic qualifications for its Islamic Banking Window.
পদের নাম : ইসলামিক ব্যাংকিং এক্সিকিউটিভ (এভিপি/ এসএভিপি/ ভিপি)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে মাস্টার্স পাস। তবে কোনো তৃতীয় শ্রেণি/ ডিভিশন বা সমপর্যায়ে জিপিএ/সিজিপিএ থাকা গ্রহণযোগ্য নয়।
ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংকিং সেক্টরে ন্যূনতম ১৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, ইসলামিক শরীয়াহ, ফিকাহ বিষয় জানাশোনা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, অর্থ ঋণ আদালত আইন ২০০৩ ও নেগশিয়েশনাবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১ সম্পর্কে ধারণা থাকতে হবে।
এছাড়া জেনারেল ব্যাংকিং ও ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ ও এএমএল বিষয়ে ভালোভাবে ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ নভেম্বর, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Company Information
National Bank Limited. Address : 116/1, Kazi Nazrul Islam Avenue, Ramna, Dhaka-1000 Business : Private Commercial Bank