| |

এইচএসসি পাসে নিয়োগ দেবে বেঙ্গল ফ্রেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল ফ্রেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সেলস অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পদের নাম

সেলস অফিসার।

পদসংখ্যা

মোট ২০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেলস, সেলস অ্যান্ড মার্কেটিং, মার্কেটিং ফুড অ্যান্ড বেভারেজ, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রভৃতি ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২০ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে নিম্নোক্ত ঠিকানায় সকাল ১১টার মধ্যে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

ঠিকানা : ২০৫/১ / এ, হাশিম টাওয়ার, ৫ম তলা, গুলশান-তেজগন লিঙ্ক রোড, ঢাকা (গুলশান আড়ং-এর বিপরীতে)।

আবেদনের শেষ তারিখ

৩১ ডিসেম্বর, ২০২১।

সূত্র : বিডিজবস

Company Information

Bengal Fresh Ltd.Address : 205/1-A, Hashim Tower, Level 5, (Opposite of Gulshan Aarong) Gulshan-Tejgon Link Road,Web : bengalfreshbd.comBusiness : We produce Frozen Atta, Parata, Caler Roti, Singara, Samosa, Vegitable Roll, Chicken Spring Roll, Nuts & spices

Similar Posts