এবার বিটকয়েন লেনদেন সুবিধা যুক্ত করলো হোয়াটসঅ্যাপ
ফেসবুকের মাদার কোম্পানি মেটা হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে। নতুন এ ফিচারের মাধ্যমে এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিপ্টোকারেন্সি বা বিটকয়েন লেনদেন করা যাবে।
তবে এ সুবিধা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে জন্য চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম সীমিত আকারে চলছে। সম্প্রতি ডিজিটাল ওয়ালেট ‘নভি’ এর মাধ্যমে এ সেবা ব্যবহার করা যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নভি এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন কাসরিল এবং হোয়াটসঅ্যাপের সিইও ক্যাথকার্ট। হোয়াটসঅ্যাপের সিইও বলেন নভি ডিজিটাল ওয়ালেটে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিটকয়েনের লেনদেন করতে পারবেন। তবে এ সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। তাও আবার পরীক্ষামূলকভাবে সীমিত সময়ের জন্য।
মেটার সঙ্গে নভি’র ব্যবসায়িকভাবে ভালো সম্পর্ক রয়েছে। এজন্য হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে লেনদেনের ক্ষেত্রে ২০২০ সাল থেকে নভি ব্যবহার করা হচ্ছে। বিটকয়েন লেনদেনের জন্য অতিরিক্ত কোনো চার্জ কাটা হবে না। খুব সহজেই গ্রাহকরা অর্থ লেনদেন করতে পারবে।
সূত্র: এনডিটিভি
