দি সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিস্ক ম্যানেজমেন্ট ও করপোরেট ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
The primary responsibility of the Risk Manager / Senior Risk Managers role is to administer and plan for a designated credit portfolio containing Large Corporate Clients of The City Bank Ltd. S/He is accountable for delivering independent, impartial appraisal and recommendation of credit applications submitted by the Corporate Banking Division of CBL while ensuring all the credit activities in his/her portfolio are conducted within the purview of Banks credit policies and rules and regulations of the Central Bank of Bangladesh. The role is also responsible for the review and up-gradation of existing internal credit policies, the development of new credit policies, guidelines, and the execution process for internal purposes.
পদের নাম : রিস্ক ম্যানেজমেন্ট/ সিনিয়র ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস করতে হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদটিতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এছাড়াও ক্রেডিট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিগোরিয়াস ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর, ২০২২

Company Information
The City Bank Limited Address: City Bank Center, Avenue 136 (Level 4), Gulshan 2, Dhaka. Web: www.thecitybank.com