নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টেলিভিশন’ (সময় মিডিয়া লি.)। রিপোর্টার নেবে টেলিভিশনটি।
পদের নাম : রিপোর্টার
ডিপার্টমেন্ট : নিউজ
চাকরির ধরন : ফুলটাইম
বেতন : আলোচনা সাপেক্ষে
কর্মস্থল : কুমিল্লা, পঞ্চগড়, লক্ষ্মীপুর
দায়িত্বসমূহ :
১. জাতীয় সমসাময়িক ঘটনা সম্পর্কে অবগত থাকা;
২. সাংবাদিকতা পেশার নৈতিক নিয়মাবলী মেনে চলা;
৩. কর্মক্ষেত্রে সবার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা;
৪. সহজ ভাষায় প্রতিবেদন তৈরি করা;
৫. নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকা;
৬. যেকোনো পর্যায়ের ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখা ।
শিক্ষাগত যোগ্যতা :
আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / সমমান পাস হতে হবে ।
অন্যান্য যোগ্যতাসমূহ :
১. আগ্রহী প্রার্থীর উচ্চারণ অবশ্যই শুদ্ধ হতে হবে;
২. সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, এক্ষেত্রে জেলা সদরের বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে;
৩. আগ্রহী প্রার্থীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে;
৪. বাংলা এবং ইংরেজী দুই ভাষাতেই দক্ষতা থাকতে হবে;
৫. দেশের সমসাময়িক ঘটনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে;
৬. আগ্রহী প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছর এর মধ্যে হতে হবে;
অভিজ্ঞতা :
টেলিভিশনে কাজ করা অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে ।
আবেদন জমা দেয়ার নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে নিচের লিংকে ফরম পূরণ করে সিভিসহ পাঠাতে হবে।
আবেদনের লিংক : https://tinyurl.com/recpanchacumilla
Position: Reporter
Department: News
Job Type: Full Time
Salary: Negotiable
Work place: Cumilla, Panchagarh, Lakshmipur
Job Responsibilities:
- To be informed with national current events,
- Complying with the moral code of the journalistic profession;
- Maintaining good relationships with everyone in the workplace;
- Creating reports in simple language;
- Being interested in learning about new things;
- Keeping in touch with people at any level;
Educational Qualification:
Graduated from any UGC approved University is required.
Others Requirements:
- Interested candidates must have accurate pronunciation skills,
- Must be a Permanent resident of the district concerned, in this case, the residents of the district sadar will be given priority;
- Interested candidates must be confident;
- Must be proficient in both Bengali and English;
- Must be updated about contemporary events in the country;
- Interested candidates should be between 22 to 35 years of age.
Experience:
Television experience will get preference.
Application Submission Rules:
Interested candidates should fill the form and send the CV by 10th October, 2022 through the link given below.

Application link: https://tinyurl.com/recpanchacumilla