চাবি ছাড়াই তালা খোলার সহজ উপায়
প্রত্যেকের ঘরে তালা আছে। ঘরে তালা দিয়ে অনেকে চাবি হারিয়ে ফেলেন। এখন চাবি হারালেও চিন্তার কোনো কারণ নেই। পেশাদার কাউকে ছাড়াই নিজে নিজে চাবি ছাড়াই তালা খুলতে পারবেন।
ঘর, দোকান কিংবা বাক্সে তালা দিয়ে চাবি হারানোর এমন ঘটনা প্রত্যেকের জীবনেই কমবেশি ঘটে। যদিও খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধান সম্ভব।
সামাজিকমাধ্যম ইউটিউবে বিভিন্ন ভিডিওয়ে দেখানো হচ্ছে- চাবি ছাড়াই তালা খোলার কৌশল। চাবি ছাড়া তালা খোলার জন্য হাতের কাছে এক বাক্স দেশলাই থাকলেই হল। দেশলাই ব্যবহার করে তালা খোলার কৌশল দেখানো হয়েছে।
দেশলাই দিয়ে তালা খোলার বর্ণনা নিম্নে দেওয়া হলো।
১. সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।
২. কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।
৩ এ বার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।
৪• এর পরে গোটা দেশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নীচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভিতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।
৫• এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভাল। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।
• এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।
দেশলাই দিয়ে ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতেই হবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
