জাবির ডিগ্রি ও অনার্স পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও অনার্স পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির অর্থ পেতে আবেদন শুরু হয়েছে।
২০১৯-২০২০ অর্থবছরে থেকে সব ধরনের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা জিটুপি পদ্ধতিতে অনলাইনে ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এমনটাই বলছে জাবি।
ফলে কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস ও স্নাতক সম্মান পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
আগামী ২১ জুনের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের তথ্য পূরণ করে তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে চিঠি সব সরকারি বেসরকারি কলেজে পাঠানো হয়েছে।