|

টেরিটরি সেলস অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ

আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস ডিভিশনে টেরিটরি সেলস অফিসার (টিএসও) নিয়োগ দেয়া হবে। 

যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। ফ্রেশাররা পদটিতে আবেদনের সুযোগ পাবেন। তবে এফএমসিজি সেলসে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর। 

আগ্রহীদের রেজুমে ইমেইল করতে হবে career@abulkhairgroup.com ঠিকানায়।

আবেদন করা যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

Similar Posts