|

ডিবিএল গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন ঘরে বসেই

ডিবিএল গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কস্ট, বাজেট অ্যান্ড ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ডেপুটি ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এমকম/এমবিএ পাস করতে হবে। তবে এসিএমএ কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থী সংশ্লিষ্ট বিষয়ে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডাটা অ্যানালাইসিস, ইআরপি সিস্টেম বিষয়ে জানাশোনা থাকতে হবে। 

পিপল ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। সিদ্ধান্ত  গ্রহণে পারদর্শী হতে হবে।

কনসেপ্টচুয়াল, বিশ্লেষণ, ডকুমেন্টশন ও উপস্থাপনার কাজে সক্ষমতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কাশিমপুর, গাজীপুরে চাকরির আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৬ অক্টোবর, ২০২২

The role of the position requires to support the HOD to develop and maintain Standard & Efficient Cost and Management Accounting Systems as well as to collect and analyze necessary data to determine financial and operational performances of overall business activities. It`s also required to collect and analyze necessary data with standard costs and actual costs of overall business activities for preparing periodic reports and submission to the Management. We are looking for an experienced, energetic, dynamic and aspiring candidate who will be act as a change agent to accelerate organizational development and overall transformation.

Similar Posts