|

ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ডেপুটি জেনারেল ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ডেপুটি জেনারেল ম্যানেজার – অ্যাকাউন্টস।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিসাবরক্ষণ বিষয়ে এমবিএ/ এমকম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এফসিএ/ এফসিএমএ কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার, কোস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, জেনারেল অ্যাকাউন্টিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রার্থীকে স্মার্ট হতে হবে। এনার্জেটিক ও পরিশ্রমী হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট ওয়ার্ডের কাজে দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, সেলারি রিভিউ, বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন। অথবা সিভি ইমেইল করতে পারবেন (career@jamunagroup-bd.com) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

২৪ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস।

Similar Posts