দৈনিক ১২০০ টাকা বেতনে চাকরি দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ীভাবে দুটি পদে জনবল নেবে প্রশিক্ষণ কেন্দ্রটি। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে সরাসরি অফিস বরাবর আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: অতিথি প্রশিক্ষক (আইটি সাপোর্ট সার্ভিসেস, গ্রাফিকস ডিজাইন, কনজ্যুমার ইলেকট্রনিকস ও সুইং মেশিন অপারেশন)
বেতন: প্রতি কার্যদিবসে ১২০০ টাকা করে। মাসিক কার্যদিবস ২৩ দিন। সর্বমোট ২৭ হাজার ৬০০ টাকা। ১০ শতাংশ উৎস কর কাটা হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অথবা শিল্পকারখানায় দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্নদের ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা। এনটিভিকিউএফের আওতায় এনএসসি লেভেলসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: জব প্লেসমেন্ট অফিসার
বেতন: এ পদে নিয়োগ পেলে প্রতি কার্যদিবসে বেতন ১৫০০ টাকা। মাসিক কার্যদিবস ২৩ দিন হলে মোট বেতন ৩৪ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ উৎস কর কাটা হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাসসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা। অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাসসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্তসহ সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের কার্যালয়ে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, সপুরা, রাজশাহী।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
