|

নিয়োগ দেবে একমি ল্যাবরেটরিজ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

এক্সিকিউটিভ – ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস (এপিআই প্রকল্প)

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিজ (অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স) বিষয়ে এমবিএ/বিবিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। CA(CC)/CMA আংশিকভাবে যোগ্য অগ্রাধিকারযোগ্য। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ৩-৫ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এমএস অফিস প্যাকেজে শব্দ জ্ঞান সহ চমৎকার লিখিত খসড়া/মৌখিক যোগাযোগ দক্ষতা (ইংরেজি এবং বাংলা উভয় ভাষায়) অপরিহার্য। দায়িত্বশীলকে চাপের মধ্যে কাজ করার জন্য স্ব-চালিত হতে হবে, ফলাফল ভিত্তিক হতে হবে ‘করতে পারি’ মনোভাব এবং ন্যূনতম তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা।

কর্মস্থল

মুন্সিগঞ্জ (গজারিয়া)।

বেতন

একমি যোগ্য প্রার্থীদের জন্য ব্যাপক শিক্ষার পরিবেশ এবং চিত্তাকর্ষক কর্মজীবনের পথ সহ প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ অফার করে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৭ ডিসেম্বর,২০২২।

সূত্র : বিডিজবস

The ACME Laboratories Ltd is a pharmaceutical company based in Bangladesh. It is part of the ACME Group of Companies. Mizanur Rahman Sinha is the Managing Director and largest shareholder of the company and Nagina Afzal Sinha is the Chairperson.

Similar Posts