নিয়োগ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ফ্যাকাল্টি মেম্বার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ফ্যাকাল্টি মেম্বার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, আইন বা ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ট্রেনিং ও রিসার্স সেন্টার বা ব্যাংকিং বিষয়ক এডুকেশনাল ইন্সটিটিউটে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থীদের ব্যাংকিং খাতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। অনূর্ধ্ব-৫০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে (লিংক) আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ
৫ জুলাই, ২০২২।
সূত্র : বিডিজবস

Shahjalal Islami Bank Limited, a leading Islami Shariah based private commercial bank has a full-fledged Training Academy having residential facility at Baridhara, Dhaka to impart training in various areas of banking to increase professional knowledge, develop skill and enhance efficiency of its workforce to meet the growing demands of the bank and its customers. Besides the banking related training programs, SJIBL Training Academy, also arranged and conducted various customized courses, workshops, seminars, discussion meetings to meet specific requirements of the organization.
Shahjalal Islami Bank invites applications from the qualified and experienced banking professional with high passion in the area of teaching to work as Faculty Member of the Training Academy.