পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কার্ড ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো ধরনের ফি লাগবে না।
Pubali Bank limited is the largest commercial bank in Bangladesh. With the job opportunities in 490 branches a career with us can take you almost anywhere in Bangladesh. Wherever you come from, wherever you want to go, we can offer you exciting career opportunities across the country. Attracting and developing our next generation of leaders is a key priority of Pubali Bank Limited.
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার)। পদের সংখ্যা: ৭২। আবেদন যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের বয়স ২০২২ সালের ৩০ জুন সর্বোচ্চ ৩০ বছর।
বেতন ও সুযোগ-সুবিধা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ২৬,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার) হিসেবে নিয়োগ দেওয়া হবে। তখন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর ২০২২, সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

The Bank was initially emerged in the Banking scenario of the then East Pakistan as Eastern Mercantile Bank Limited at the initiative of some Bangalee entrepreneurs in the year 1959 under Bank Companies Act 1913 for providing credit to the Bangalee entrepreneurs who had limited access to the credit in those days from other financial institutions. After independence of Bangladesh in 1972 this Bank was nationalized as per policy of the Government and renamed as Pubali Bank. Subsequently due to changed circumstances this Bank was denationalized in the year 1983 as a private bank and renamed as Pubali Bank Limited. Since inception this Bank has been playing a vital role in socio-economic, industrial and agricultural development as well as in the overall economic development of the country through savings mobilization and investment of funds.