| |

ফিফোটেকে ১৫০ জনের চাকরির সুযোগ,আবেদন করুন দ্রুত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফিফোটেক। প্রতিষ্ঠানটিতে ‘বিপিও ট্রেইনি’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

বিপিও ট্রেইনি।

পদসংখ্যা

মোট ১৫০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা/ স্নাতক/ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মহিলা, শারীরিক প্রতিবন্ধী এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগদক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২১ থেকে অনূর্ধ্ব ৩৯ বছর বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে। ট্রেইনিং অ্যালাউন্স দিন প্রতি ১৫০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৬ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস

GBA is the world’s first global call center alliance that brings together independent BPO providers from asia, Europe, South and North America, and Africa. With a single point of contact for our clients, we offer a variety of BPO services in multiple languages by native speakers at the same quality and local prices of each country.

Established to be a strategic partner for companies promoting globalization, GBA’s mission is to continue to provide our corporate users around the world with multilingual call center services, no matter where they are located or what language they require, with peace of mind that they will be able to use a variety of call center BPO services at reasonable prices over the long term. Currently, there are 17 companies that are members of GBA. Although we can cover 40 languages, we will continue to aim to expand the number of languages we can cover in the future.

Similar Posts