বাংলাদেশ শাখায় লোকবল নিয়োগ দেবে উরি ব্যাংক
কোরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংক ‘উরি ব্যাংক’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ব্র্যাঞ্চ/ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : মাস্টার্স বা এমবিএ পাস করতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ব্যাংকে ৩ বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট মার্কেটিং, বিজনেস অপারেশন, বিজনেস ডেভেলপমেন্ট, স্থানীয় ব্যাংকিং আইন, রেগুলেশন ও নেগশিয়েবল অ্যাক্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১২ এপ্রিল, ২০২৩
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
Woori Bank, the First Commercial Bank of Korea incorporated in 1899, head Quarter located in Seoul, South Korea, operating 877 Branches in Korea and 430 Global Networks in 26 Countries with 22,377 employees.
Being one of the largest commercial bank of Korea, Woori Bank started its operation in Bangladesh in 1996. During last 27 years in Bangladesh, the Bank expanded its network with 07 Branches (Gulshan, Mirpur, Uttara, Narayanganj, Chittagong, Motijheel and Karwan Bazar) and 02 Customer Service Centre in DEPZ, Savar & CEPZ, Chattogram. The Bank also diversified its portfolio in both Retail and Corporate Banking services to its customer with premium service quality.