বিভিন্ন জেলায় পার্ট টাইম চাকরির সুযোগ দেবে আড়ং
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটিতে আসন্ন ঈদুল ফিতরের জন্য সেলস অ্যাসোসিয়েট পদে পার্ট টাইম কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
সেলস অ্যাসোসিয়েট – আউটলেট – পার্ট টাইম (ঈদ উল ফিতর)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর অধ্যয়নরত অথবা স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাল্টি টাস্কিং হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ২৬ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা, চট্টগ্রাম, সিলেট।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সিভি ই-মেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
২৬ ডিসেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস

Aarong is a chain of Bangladeshi department stores specializing in Bengali ethnic wear and handicrafts. It is owned by the non-profit development agency BRAC, and employs thousands of rural artisans across the country. It currently operates twenty-one outlets in nine Bangladeshi metropolitan cities.