|

বিভিন্ন জেলায় ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অফিসার/ অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।

Kazi Farms Group’ is one of the biggest businesses of the poultry industry in Bangladesh. Kazi Zahedul Hasan, the managing director, was awarded Business Person Of The Year for 2004 in Bangladesh. It runs most of its office computers on free and open-source software such as Linux.

পদের নাম

ট্রেইনি অফিসার/অফিসার –কোয়ালিটি অ্যাসুরেন্স।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। রসায়ন বিষয়ে  স্নাতক পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

কর্মস্থল

ভোলা, মৌলভীবাজার, পঞ্চগড়, ঠাকুরগাঁও।

বেতন

আলোচনা সাপেক্ষে। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা ইমেইল করতে পারবেন (ta@kazifarms.com) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

১০ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস

Kazi Farms Limited was established in 1996 as a hatchery for imported eggs; the following year it started its own parent farms. In 2004 production started in our grand-parent (GP) farms. which was responsible for Bangladesh’s first exports of hatching eggs and day-old chicks in 2004. In that year, our Managing Director, Kazi Zahedul Hasan, was named Businessperson of the Year by the Daily Star/DHL Business Awards.

Similar Posts