বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : মার্কেটিং এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : বিবিএ বা মার্কেটিংয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তবে ওয়েব, অনলাইন, ডিজিটাল মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
এছাড়াও ব্র্যান্ড কমিউনিকেশন, ক্লায়েন্ট সার্ভিস/ মার্কেটিং, মিডিয়া প্লানিং/ মিডিয়া বায়িং, চেইন শপ, ই-কর্মাস, গার্মেন্টস, মার্কেট রিসার্চ ফার্ম, ওয়েব মিডিয়া/ব্লগ সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ২৬-৩০ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর গাজীপুরে চাকরি করার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও উৎসব ভাতা বছরে দুইবার, ট্রান্সপোর্টেশন, মেডিকেল, ইন্টারনেট অ্যান্ড সেল ফোন অ্যালায়েন্স, লাইফ ইনস্যুরেন্স ও লাঞ্চের সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ অক্টোবর, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Yellow, the premier fashion brand of Bangladesh, wants to reach young audiences in Bangladesh and other regional countries through social media and other digital marketing channels. As a fashion brand, we use compelling fashion and trend based content and solutions to create emotional experiences to engage people in our brand story and get them to participate in it. The primary responsibilities of the Marketing Executive are to manage all digital marketing programs including digital marketing, data analytics, media buying, web site and e-commerce, social media, digital advertising, email and SMS marketing.