| |

ব্র্যাকে চাকরির সুযোগ, জানতে হবে কম্পিউটার চালনা

ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আলট্রা পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের অধীনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ম্যানেজার, কমিউনিকেশন অ্যান্ড নজেল ম্যানেজমেন্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স পাস করতে হবে।

ইনফরমেশন ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন, কোঅর্ডিনেশন, কমিউনিকেশনস, নলেজ ম্যানেজমেন্ট ইস্যু, প্রোগ্রাম অপারেশনস ম্যানেজমেন্ট, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটার অপারেশন বিষয়ে জানাশোনা থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, হেলথ অ্যান্ড লাইফ ইনন্সুরেন্স ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৫ নভেম্বর, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

BRAC is an international development organisation founded in Bangladesh that partners with over 100 million people living with inequality and poverty globally to create sustainable opportunities to realise potential.

Ultra-poverty is the most extreme form of poverty. People living in ultra-poverty are forced to make impossible decisions every day, such as choosing between food, medicine or clean water. BRAC’s Ultra-Poor Graduation Programme is a comprehensive set of interventions aimed to enable households to progress along a pathway out of poverty. BRAC is the pioneer of the global Graduation approach, and is supporting the Government of Bangladesh to eliminate ultra-poverty completely from the country by 2030. Join us to build a more inclusive society, where no one is forced to live in ultra-poverty. Working at brac is not like any other job. It is a platform where you can bring about real change for people who need it the most. We are not just dreaming of a better world, we are building it. Join us to find the way.

Similar Posts