ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, থাকতে হবে কাজ করার আগ্রহ
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল ব্যাংকিং ডিপার্টমেন্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
BRAC Bank is one of the most sustainable banks in Bangladesh. Established with a view to financial inclusion, BRAC Bank is the pioneer of SME Banking in Bangladesh, delivering a full array of banking services to individuals and business entities. Its strong financials, along with the best credit rating from the top global and local rating agencies and numerous recognitions, speak of the bank’s aspiration towards becoming the best bank in the country.
পদের নাম : অ্যাসোসিয়েট ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : মাস্টার্স বা স্নাতক পাস করতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে পিএল/ এসকিউএল ল্যাঙ্গুয়েজ, ওরাকল/ এসকিউএল সার্ভার, মাই এসকিউএল অ্যান্ড আর/পাইথন পাওয়ার বিআই বিষয়ে জানাশোনা থাকতে হেব।
এসএমই ব্যাংকিং সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২৬ নভেম্বর, ২০২২

BRAC Bank is currently looking for an ambitious, intelligent, goal-oriented, enthusiastic individual for the following position in its Digital Banking Department of COO’s Office Division: