|

মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

বেসরকারি ব্যাংক মধুমতি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এমএসসি/বিএসসি পাস করতে হবে। তবে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৬-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনভিজ্ঞদের আবেদন করার দরকার নেই।

বিজ্ঞপ্তি অনুসারে বিশ্লেষণ করার সক্ষমতা, উপস্থাপনার কৌশল ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বিশেষ করে লিনাক্স, মাইক্রোসফট ও ভিজুয়্যালাইজেশন বিষয়ে সার্টিফিকেশন কোর্স সম্পন্ন হলে ভালো হয়।

এছাড়াও স্ক্রিপটিং ও অটোমেশন টুলস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২১ জুলাই, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

মধুমতি ব্যাংক
মধুমতি ব্যাংক

Company Information
Modhumoti Bank Limited Address: Modhumoti Bank, Head Office, Khandaker Tower (7-8 Floor), 94 Gulshan Avenue, Gulshan-1, Dhaka-1212 Web : www.modhumotibankltd.com Business: Our vision is to lead the new generation of local commercial banks by excelling in customer delivery through insight empowered employees, smart use of technology and a full range of highest quality products and services.

Similar Posts