মাহিন্দ্রায় চাকরির সুযোগ, যোগ্যতা স্নাতক পাস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট/ ডেপুটি ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট/ ডেপুটি ম্যানেজার—সেলস।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর পাঁচ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাগ্রো মেশিনারিজ/ ট্রাক্টর বিজনেস বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগদক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস (লিংক) অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন লিংকঃ https://hotjobs.bdjobs.com/jobs/mahindra/mahindra9.htm
আবেদনের শেষ তারিখ
৪ আগস্ট, ২০২২।
সূত্র : বিডিজবস

Mahindra & Mahindra Limited is a multi-billion-dollar global enterprise headquartered in India with operations spanning several industries globally. It is one of the largest vehicle manufacturers by production in India and the largest manufacturer of tractors in the world. It is a part of the Mahindra Group, an Indian conglomerate.