ম্যানেজমেন্ট ট্রেইনি নিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদন করুন আজই
মেঘনা গ্রুপের অধীন মেঘনা কিট কম্পোজিট লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কমার্শিয়াল বিভাগে লোকবল নিয়োগ দেবে।
Meghna Knit Composite Ltd. is a concern of “Meghna Executive Holdings”, is looking for talented, dynamic & potential candidates as “Management Trainee/Trainee Executive – Commercial” at Head Office. Freshers are highly encouraged to apply
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি/ ট্রেইনি এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ৪টি। আবেদন যোগ্যতা : ফাইন্যান্স বিষয়ে এমবিএ পাস করতে হবে।
এছাড়া পিজিডি বিষয়ে কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে প্রার্থীদের উৎসাহিত করা হয়েছে। প্রার্থীদের বয়সসীমা ২৫-৩২ বছরের মধ্যে হতে হবে। নারী বা পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
ডায়নামিক হতে হবে। পরিশ্রমী হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া দুপুরের খাবার, বার্ষিক সেলারি ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ ডিসেম্বর, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Company Information
Meghna Knit Composite Ltd. Address : 108/B, Tejgaon Industrial Area, Dhaka – 1208 Web : https://tangerine.com.bd/ Business : Tangerine Limited, a concern of Meghna Executive Holding, is a one-stop solution house to enhance the business goal of your organization and human asset. We offer a wide range of HR Services, Business Solutions, Executive Education, Advising Solutions to flourish your business in the emerging company market.