রাশিয়া থেকে উচ্চশিক্ষা নিয়ে এসে জড়িয়েছেন এটিএম বুথ জালিয়াতিতে

রাশিয়া থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে এসেছেন।ভাগ্যক্রমে সেটা জীবনের উন্নতিতে না লাগিয়ে, জড়িয়ে পড়েন ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির কাজে। বিভিন্ন কায়দায় জালিয়াতি করে দেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নেন । তার নাম শরিফুল ইসলাম।

চট্টগ্রামে একটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার চেষ্টা চালাতে গিয়ে সহযোগীসহ ধরা পড়ে পুলিশের হাতে।

গত বছরের ১৭ নভেম্বর একইদিনে চট্টগ্রামের চকবাজার ও ডবলমুরিং পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নেয় জালিয়াতচক্র।

শেষপর্যন্ত একই কায়দায় মঙ্গলবার নগরীর আগ্রাবাদে আরেকটি ব্যাংকের বুথে টাকা তুলতে গিয়ে ধরা পড়ে চক্রের প্রধান শরিফুল ইসলাম এবং ধরা পড়ে তার সহযোগী মহিউদ্দিন মনির।

রাশিয়ায় পড়াশোনা করে আসা শরিফুলের বাড়ি মেহেরপুরের হেমায়েতপুরে। পুলিশ বলছে, কোন কোন‌ ব্যাংকের এটিএম বুথে ত্রুটি রয়েছে সেটা আগে খোঁজ নেয় চক্রটি। এরপরই অপারেশনে নামে এই চক্রটি।