রূপায়ণ গ্রুপে চাকরি, বয়স ৪৫ হলেও চলবে
রূপায়ণ গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এইচ অ্যান্ড অ্যাডমিন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ডিজিএম/জিএম। পদের সংখ্যা : ২টি। আবেদন যোগ্যতা : স্নাতক ও স্নাতকোত্তর পাস। পিজিডিএইআরএম বিষয়ে কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল এইচআর, এইচআর অপারেশন, এইচআর পলিসি, সাংগঠনিক ডেভেলপমেন্ট/ প্রসেস ইমপ্রুভমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ৩৭-৪৫ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, দুপুরের খাবার, বার্ষিক সেলারি পর্যালোচনার সুযোগ ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Company Information
Rupayan Group Address : Rupayan Centre, (Level 3, 4, 5, 6, 7, 9, 13, 14, 17, 18, & 21), 72 Mohkhali C/A, Dhaka-1212. Web : www.rupayangroup.com Business : Founded in 1988, RUPAYAN Group currently ranks as one of the leading emergent multi-dimensional national conglomerates in Bangladesh comprising 29 SBUs, employing around 1100 people. We engage ourselves in Billboard Design, Drawing & Advertising, Real Estate & Construction, Land Development, Trading, Design & Interior Services, Furniture, Fabrics, Bank, Telecom (IGW, IIG, ICX), Welfare Trust, Port & Logistics Services, Freight forwarding (Sea), Dredging, CNG & Fuel Station, Hotel & Resorts, Education, Rental Services & Consultancy, Retail Chain Store, LPG, TV Channel, and other diversified business. Our aim is to create a centre of excellence by recruiting and facilitating the competent people available. In search of excellence we seek application from the right people to be a part of Rupayan family.