| |

লাখ টাকা বেতনে অ্যাকশনএইডে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। সংস্থাটিতে ‘প্রজেক্ট ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

প্রজেক্ট ম্যানেজার—গ্লোবাল প্ল্যাটফর্ম প্রজেক্ট।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স, আন্তর্জাতিক সম্পর্ক, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট কো-অপারেশন, ইয়ুথ প্রোগ্রাম সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

১,২৯,৩০০ টাকা। এ ছাড়া উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, মেডিকেল বেনিফিট ও বিমা সুবিধা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (https://hotjobs.bdjobs.com/jobs/actionaid/actionaid701.htm) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৮ ডিসেম্বর, ২০২১।

সূত্র : বিডিজবস

ActionAid Bangladesh aims to attract and select a diverse workforce ensuring equal opportunity to everyone, irrespective of race, age, gender, sexual orientation, HIV status, class, ethnicity, disability, location and religion. Any personal persuasion/phone call will result in disqualification of candidature. ActionAid Bangladesh has a non-negotiable policy of ZERO TOLERANCE towards Sexual Harassment, Exploitation and Abuse (SHEA), Child Protection Policy and other relevant safeguarding policies and expects all employees to abide by the Safeguarding Policies and Code of Conduct of ActionAid Bangladesh. N.B: There is no cost involved with applying for positions at ActionAid Bangladesh. Any solicitation of fund / money from job applicant should be regarded as fraudulent

Similar Posts