শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা ৫০
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট অফিসের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : মেডিকেল অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে এমবিবিএস পাস করতে হবে। সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সদস্য হতে হবে।
জেনারেল ফিজিশিয়ান হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর করপোরেট হেড অফিস, গুলশানে কাজের আগ্রহ থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ৫০ বছর।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৫ এপ্রিল, ২০২৩
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
Shahjalal Islami Bank Limited a leading Shariah based private commercial bank intends to engage a “MEDICAL OFFICER” at its Corporate Head Office, Gulshan, Dhaka under the following terms and conditions.

Responsibility & Employment Term:
The Medical Officer will provide medical consultation, first aid and prescriptions to the employees of the Bank at its Corporate Head Office, Gulshan, Dhaka. The position is contractual and will be recruited initially for a period of 03 (three) years and the contract may be renewed subject to satisfactory performance.