স্নাতক পাসে নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পূর্ববর্তী নাম ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান যা ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), জার্মানির জার্মান ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (ডিইজি), সুইজারল্যান্ডের দ্য আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফইডি), যুক্তরাজ্যের কমনওয়েলথ ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিডিসি) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মতো বিশিষ্ট শেয়ারহোল্ডারবৃন্দ দ্বারা গঠিত হয় কোম্পানিটি।
পদের নাম
রিলেশনশিপ ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, লিজিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। নেগোশিয়েশন স্কিল থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে সিদ্ধহস্ত হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজ ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীর ন্যূনতম বয়স ২২ বছর হতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সিভি ই-মেইল করতে পারবেন (career@ipdcbd.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
১২ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস