স্নাতক পাসে বিকাশে চাকরি, আবেদন করুন অনলাইনে
বিকাশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল ক্রিয়েটিভ মিডিয়ার জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : কপিরাইটার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : ইংরেজি বা ম্যাস কমিউনিকেশনস বিষয়ে স্নাতক পাস। তবে পদ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কোনো কমিউনিকেশন, পাবলিক রিলেশন, মিডিয়াতে বিশেষ করে অ্যাডভারটাইজিং, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, নিউজ পেপার, ম্যাগাজিনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ন্যূনতম ২৭ বছর হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদেনর শেষ তারিখ : ২৪ নভেম্বর, ২০২২
Copywriter Digital Creative is accountable for specific digital copywriting concepts and solutions. A storyteller in an online environment, knowing the channels and touchpoints. Additionally, the role would require to manage creative projects from concept to completion – following the brand direction, style guides and tone of voice policies. Working with creative team – including other copywriters, designers and producers – as well as major stakeholders, to deliver leading digital concepts and solutions.