স্মার্ট টেকনোলজিতে চাকরির সুযোগ
স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এসইও বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : এসইও স্পেশালিষ্ট। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এসইও এক্সপিরিয়েন্স, গুগল, ইয়াহু অ্যান্ড বিংয়ের কাজ জানতে হবে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টের কাজ জানতে হবে। সার্চ ইঞ্জিন অ্যালগরিদম, চলমান ট্রেন্ড সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। সঙ্গে মোবাইল বিল, উৎসব ভাতা বছরে দুইবার প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৩ এপ্রিল, ২০২২
Company Information
Smart Technologies (BD) Ltd. Address : Jahir Smart Tower, 205/1-205/1/A, West Kafrul, Begum Rokeya Sharani, Mirpur, Dhaka Web : www.smartgroup.com.bd Business : IT Product Sales & Distribution, National Distributor of Huawei Mobile, Enterprise Solutions, Security & Surveillance, Software, Stationery Goods, Properties, Lenovo Mobile and Motorola Mobile etc