১৩তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আদালতের ওপর নির্ভর করছে
দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের রায় পর্যবেক্ষণে আটকে গেছে। এ রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। তাহলে সেটি বলা যায়, উক্ত বিষয়টি আদালতের ওপরই নির্ভর করছে।
গতকাল সোমবার (১৫ জুন) বিষয়টি জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু: আ: আউয়াল হাওলাদার।
তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে আদালতের ভার্চুয়াল কার্যক্রম চলছে। অনলাইনে কাজ চললেও আদালতের রায়ের কপি আমরা হাতে পাইনি। আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু না হলে হাইকোর্টের দেওয়া পর্যবেক্ষণের কপি হাতে পাওয়ার সম্ভাবনা নেই। আর এটি না পাওয়ায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা সম্ভব হচ্ছে নয়।
গত ৩ জুন দেওয়া এক সাক্ষাৎকারে এনটিআরসিএ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, ১৫ জুনের পর আদালতের রায়ের কপি হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।তারপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা একক নিয়োগের দাবিতে হাইকোর্টে রিট করেন। আদালত রিটের শুনানি শেষে হাইকোর্ট রিটকারীদের পক্ষে এ রায় প্রদান করেন। সেটি চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আপিল করে এনটিআরসিএ।
বর্তমানে দেশের সাড়ে ১৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে।