২২০০০টাকা বেতনে ৫৯ জনকে নিয়োগ দেবে আইসিটি বিভাগ

বাংলাদেশের অসংখ্য বেকার তরুণ-তরুণীর একমাত্র  প্রত্যাশা একটি ভালো চাকরি পাওয়া।সেটি হতে পারে সরকারি কিংবা বেসরকারি কিংবা এনজিও অথবা শিক্ষা প্রতিষ্ঠান।এজন্য সবাইকে  চাকরির জন্য আবেদন করতে হয়।

আপনাদের মধ্যে অনেকেই কোথায় আবেদন করবেন বুঝতে পারেন না।অনেকেই  বহু খোঁজার পর  পান না। তাই আপনাদের সুবিধার জন্য দেশের সকল  সেরা চাকরিগুলোর খবর দিচ্ছে Newsbdjob.com  আপনার আবেদনের পছন্দমত  প্রতিষ্ঠানটি খুঁজে নিন।

সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে ১ হাজার ৭২৬ জনকে নন-ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।সেখানে  বিভিন্ন ক্যাটাগরিতে নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে আগ্রহীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরে ৫৯ জন সহকারী প্রোগ্রামার নেবে এমনটাই রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

দফতরের নাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর।

পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ৫৯ জন

পিএসসি জানিয়েছে, আগ্রহী প্রার্থীরা bpsc.teletalk.com.bd ev www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে  আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাশ করতে হবে।

আবেদনের সময়সীমা :২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত।