৩৭ হাজার টাকা বেতনে ঢাকা আহছানিয়া মিশনে চাকরি
দেশের অন্যতম উন্নয়ন সংস্থা ঢাকা আহছানিয়া মিশন। এটি একটি অলাভজনক সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠানটি সুবিধা বঞ্চিত মানুষের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ঢাকা আহছানিয়া মিশন তাদের হিসাব অ্যান্ড অ্যাডমিন শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের নিয়োগ দেওয়া হবে ঢাকায়। পদ সংখ্যা ১ টি।
পদের নাম : অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার। শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স পাস। সিএ কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
মৌখিক ও লিখিতভাবে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এছাড়াও প্রত্যেক প্রার্থীকে এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজে দক্ষতা থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন মাসিক ৩৭৭৯২ টাকা। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের প্রজেক্ট ফান্ডের ব্যবস্থাও আছে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে হবে আগামী ৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
Company Information

Dhaka Ahsania Mission, Health SectorAddress : House-152, Block-Ka, PC Culture Housing Society, Shyamoli, Dhaka-1207Web : www.amic.org.bdBusiness : Dhaka Ahsania Mission (DAM) is one of the leading development organizations in Bangladesh. Addiction Management & Integrated Care (AMIC)- an Institution of DAM is running drug treatment and rehabilitation centers and implementing Tobacco Control Program along with it’s other programme like primary health care program, communicable and non-communicable diseases prevention program and mental health care program. It is also implementing GFATM funded TB Control Program through BRAC. AMIC is looking for competent and self-motivated individual for the above position.