৪১ তম বিসিএস প্রিলিতে যে বিষয় গুরুত্ব দিতে হবে

জব সলুশন ব্যাখ্যাসহ পড়ে ফেলুন।আগে বিসিএস এর অংশটা পড়ে নেন। এতে করে Question Pattern সম্পর্কে সঠিক ধারণা পাবেন।কোন চাকরিতে কী প্রশ্ন আসে তা বুঝতে পারবেন। এতে প্রস্তুতিও হয়ে যাবে।৯-১০ এর বই গুলোর সাথে যেকোনো একটা ডাইজেস্ট পড়লেই মোটামুটি এগিয়ে থাকবেন। এগুলোর সাথে ইংরেজি ও গণিতের বেসিক টা ঠিক রাখতে হবে।নিন্মে পড়ার কয়েকটা ধারণা দেওয়া হল..

১.একই বিষয়ের পাঁচটা বই পাঁচবার না পড়ে একটা বই পাঁচবার পড়ুন।
২. নোট করে গুছিয়ে পড়ার চেষ্টা করুন।
৩. বই দাগিয়ে পড়ুন।এতে পড়া অনেক মনে থাকে।
৪. এক জাতীয় তথ্যগুলো একসাথে পড়ুন। যেমনঃ পানি পথের তিন যুদ্ধের সাল।

৫.প্রণালী, সীমান্ত, নদী, সাগর-মহাসাগর ইত্যাদি ম্যাপ দেখে পড়ুন।

৬. দুনিয়ার সব কিছুই মুখস্থ করতে যাবেন না। কিছু কিছু টপিকের কনসেপ্ট ক্লিয়ার রাখতে বারবার রিডিং পড়ুন।
৭.প্রতিদিন তিনটার বেশি সাবজেক্ট পড়বেন না। ইংরেজি ভোকাবুলারি ও ম্যাথ প্রতিদিন পড়ুন।

৮.প্রতি শনিবার বা অন্য যেকোনো একদিন রিভিশন দেওয়ার জন্য বরাদ্দ সময় রাখুন। এই দিন বিজ্ঞান, বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্য, সামাজিক বিজ্ঞান ইত্যাদি নিয়মিত রিভিশন দিবেন৷ বিগত সপ্তাহে যতটুকুই পড়েছেন ততটুকুই রিভিশন দিবেন।এতে আপনার প্রতি সপ্তাহের পড়া রিভিসন হবে।সব পড়া মনে থাকবে।